‘ব্যক্তিগতভাবে ভ্রমণযোগ্য’ শহরের সংখ্যা বাড়ানোয় মূলভূভাগকে ধন্যবাদ জানায় হংকং ও ম্যাকাও
2024-02-24 16:55:17

ফেব্রুয়ারি ২৪: চীনের জাতীয় গমনাগমন ব্যবস্থাপনা ব্যুরো গতকাল (শুক্রবার) জানায় যে, সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদে মূলভূভাগের শান’সি প্রদেশের সিআন এবং শানতুং প্রদেশের ছিংতাও শহর হংকং ও ম্যাকাওকে ‘ব্যক্তিগতভাবে ভ্রমণযোগ্য’  শহরে পরিণত হওয়ার অনুমোদন দিয়েছে।

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক লি চিয়া ছাও এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক হ্য ই ছেং এদিন পৃথক পৃথকভাবে হংকং এবং ম্যাকাওয়ের পক্ষে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।


লি চিয়া ছাও সিআন ও ছিংতাও শহরের অধিবাসীদেরকে হংকং ভ্রমণে স্বাগত জানান। তাঁদের মাধ্যমে হংকংয়ের হোটেল, পর্যটন ও খাদ্য শিল্পসহ বিভিন্ন ক্ষেত্র উন্নত হবে বলে আশা করেন তিনি।

 

হ্য ই ছেং বলেন, ‘ব্যক্তিগতভাবে ভ্রমণযোগ্য’ শহরের সংখ্যা বৃদ্ধি ম্যাকাওয়ের পর্যটন শিল্পের অবিরাম উন্নয়নে সহায়ক। সিআন ও ছিংতাও শহরের পর্যটকদের জন্য ম্যাকাও প্রস্তুত।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)