চীনের মানববাহী চন্দ্র অনুসন্ধান মিশনের নতুন নভোযানের নাম নির্ধারিত
2024-02-24 18:44:49

ফেব্রুয়ারি ২৪: শনিবার চীনের মানববাহী মহাকাশ অভিযান প্রকল্প কার্যালয় থেকে জানা গেছে, সম্প্রতি চীনের মানববাহী চন্দ্র অনুসন্ধান মিশনের জন্য নতুন নভোযানের নাম নির্ধারণ করা হয়েছে। নতুন মানববাহী মহাকাশযানের নাম "মেংচৌ" এবং চাঁদে অবতরণকারী যানের নাম "লান ইউয়ে"।

চীনা মহাকাশ স্টেশনের নির্মাণকাজ শেষ হওয়ার পর, চাঁদে অবতরণ মহাকাশ অনুসন্ধানে চীনাদের পরবর্তী লক্ষ্য হয়ে উঠেছে। মানববাহী চন্দ্র অন্বেষণ প্রকল্পের চন্দ্র অবতরণ পর্যায় সম্পূর্ণরূপে চালু হওয়ায়, চাঁদ অনুসন্ধানের জন্য নতুন নভোযানের নামকরণও আলোচ্যসূচিতে রয়েছে।

২০২৩ সালের অগাস্টে, চীনের মানববাহী মহাকাশ অভিযান প্রকল্প কার্যালয় জনসাধারণের কাছ থেকে নতুন চন্দ্র অনুসন্ধান মিশনের জন্য নভোযানের নাম দেওয়ার অনুরোধ জানায়। মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তি সাংস্কৃতিক যোগাযোগ এবং অন্যান্য মহল থেকে প্রায় ২০০০-এর মত প্রস্তাব এসেছে। বিশেষজ্ঞদের বাছাই ও পর্যালোচনার পর, নতুন প্রজন্মের মানববাহী মহাকাশযানের নামকরণ করা হয় "মেংচৌ" এবং মুন ল্যান্ডারের নামকরণ করা হয় "লান ইউয়ে"।

বর্তমানে, মেংচৌ মহাকাশযান, মুন ল্যান্ডার এবং লংমার্চ ১০ ক্যারিয়ার রকেট সম্পূর্ণরূপে প্রাথমিক প্রোটোটাইপ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে এবং সব কাজ মসৃণভাবে এগিয়ে চলছে।

(ইয়াং/তৌহিদ/ছাই)