ইউক্রেন-ডেনমার্ক নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর
2024-02-24 18:28:17

ফেব্রুয়ারি ২৪: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন গতকাল (শুক্রবার) পশ্চিম ইউক্রেনের শহর লভিভে নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন। 

জানা গেছে চুক্তিটির মেয়াদ ১০ বছর। চুক্তি অনুযায়ী, ডেনমার্ক ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেবে। প্রথম পাঁচ বছরে ডেনমার্ক ইউক্রেনকে বিলিয়ন ইউরো সহায়তা দেবে। এ বছর সহায়তার পরিমাণ ১.৮ বিলিয়ন ইউরোর কম হবে না। চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়ে ডেনমার্ক ইউক্রেনকে সমর্থন করবে। 

(ছাই/তৌহিদ)