স্পেনের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় চীন: মুখপাত্র
2024-02-23 17:45:11


ফেব্রুয়ারি ২৩: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়া তং গতকাল (বৃহস্পতিবার) জানান, স্পেনের সঙ্গে উভয়ের জয়ের ভিত্তিতে সহযোগিতা জোরদার করতে চায় চীন। আরও বেশি স্প্যানিশ শিল্পপ্রতিষ্ঠানকে চীন আন্তর্জাতিক আমদানি মেলাসহ নানা প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের পণ্য প্রমোট করতে স্বাগত জানায় চীন। দু’পক্ষের উচিত বিনিময় আরও জোরদার করা। চীন-ইউরোপ পণ্যবাহী ট্রেন, সীমান্তপার ই-কমার্স সহ নানা চ্যানেলকে আরও সুষ্ঠুভাবে ব্যবহার করে বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আহ্বান জানায় চীন। যাতে করে দু’দেশের জনকল্যাণ হয়।


তিনি বলেন, ইইউ’র বাইরে চীন হচ্ছে স্পেনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দু’দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ অব্যাহতভাবে বাড়ছে। ২০২০ সালের ৩৭৯০ কোটি মার্কিন ডলার থেকে ২০২৩ সালে ৪৮৬০ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে। স্পেনের অধিকতর বৈশিষ্ট্যময় উচ্চ মানের কৃষিপণ্য চীন আন্তর্জাতিক আমদানি মেলাসহ নানাভাবে চীনে এসে জনগণের খাবারের টেবিলে পৌঁছে গেছে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)