খাদ্য নিরাপত্তা এবং জনস্বাস্থ্য রক্ষা সম্পূর্ণ বৈধ, যুক্তিসঙ্গত ও প্রয়োজনীয়: চীন
2024-02-23 17:31:09

ফেব্রুয়ারি ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, জাপানের ফুকুশিমা পারমাণবিক দূষিত জল সমুদ্রে নিঃসরণ মানবস্বাস্থ্যের পাশাপাশি বৈশ্বিক সামুদ্রিক পরিবেশ এবং আন্তর্জাতিক জনস্বার্থের সঙ্গে জড়িত। চীন-সহ বিভিন্ন দেশ সংশ্লিষ্ট কিছু প্রতিরোধ ও প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যা খাদ্য নিরাপত্তা এবং জনস্বাস্থ্য বজায় রাখার জন্য সম্পূর্ণ বৈধ, যুক্তিসঙ্গত ও প্রয়োজনীয়। 

মাদাম মাও নিং উল্লেখ করেন যে, জাপানের উচিত আন্তর্জাতিক সমাজের উদ্বেগের প্রতি গুরুত্ব দেওয়া, দায়িত্বশীল মনোভাব নিয়ে পারমাণবিক দূষিত জলের বিষয়টি নিষ্পত্তি করা এবং একটি স্বাধীন ও কার্যকর দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠায় পূর্ণ সহযোগিতা করা। যাতে পারমাণবিক দূষিত পানি সাগরে নিঃসরণ ও ক্ষয়ক্ষতি রোধ করা যায়।

(জিনিয়া/তৌহিদ/ফেই)