শাংহাই সহযোগিতা সংস্থার সচিবালয় প্রতিষ্ঠার ২০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে ওয়াং ই
2024-02-23 10:52:27


ফেব্রুয়ারি ২৩: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে শাংহাই সহযোগিতা সংস্থার সচিবালয় প্রতিষ্ঠার ২০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেওয়া ভাষণে ওয়াং ই শাংহাই সহযোগিতা সংস্থার উন্নয়নে সচিবালয়ের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী দ্রুত পরিবর্তন ঘটছে। বিশ্বজুড়ে পরিবর্তন ও বিশৃঙ্খলার মিশ্রণ দেখা দিয়েছে। তাই শাংহাই চেতনাকে আরও এগিয়ে নিতে হবে এবং শাংহাই সহযোগিতা সংস্থার মতো সহযোগিতামূলক প্ল্যাটফর্ম প্রয়োজন।

 

ওয়াং ই জোর দিয়ে বলেন, শাংহাই সহযোগিতা সংস্থা উন্নত করা সবার অভিন্ন কাজ। বিভিন্ন সদস্য দেশের উচিত সংহতি ও সমন্বয় জোরদার করে এ সংস্থাকে বড় ও শক্তিশালী করা, যাতে শাংহাই সহযোগিতা সংস্থা শত বছরের অদেখা পরিবর্তনশীল পরিস্থিতিতে স্থিতিশীল নোঙ্গর হিসেবে ভূমিকা পালন করে। চীন পালাক্রমিক প্রেসিডেন্ট দেশ হিসেবে কাজাখস্তানের কাজে সমর্থন করে এবং বিভিন্ন দেশের সঙ্গে এ বছরের আস্তানা শীর্ষসম্মেলনের সাফল্য নিশ্চিত করতে চায়।

 

শাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব চাং মিং ভাষণে বলেন, গত ২০ বছরে শাংহাই সহযোগিতা সংস্থায় ৬টি সদস্য থেকে বর্তমান সদস্য দেশ, পর্যবেক্ষক দেশ ও সংলাপকারী অংশীদারিত্বের দেশসহ ২৬টি দেশ নিয়ে গঠিত বড় পরিবারে পরিণত হয়েছে। যা বিভিন্ন সামাজিক ব্যবস্থার ও উন্নয়নের পথ অনুসারে এগিয়ে চলা দেশগুলোর সংহতি ও সমন্বয়, উন্মুক্তকরণ ও অভিন্ন অর্জন এবং সহনশীল ও অভিজ্ঞতা বিনিময়ের ভিত্তিতে নতুন ধরণের সহযোগিতার পদ্ধতি উন্মোচন করেছে।

(রুবি/তৌহিদ/শিখা)