‘জাতীয় ভোগ প্রমোশন মাস ও বেইজিং-থিয়ানচিন-হ্যপেই ভোগ মৌসুম ২০২৪’ শুরু
2024-02-23 14:27:19

 

চীনা বাণিজ্য মন্ত্রণালয়, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি), বেইজিং পৌর সরকার, থিয়ানচিন পৌর সরকার, হ্যপেই প্রাদেশিক সরকারের যৌথভাবে আয়োজিত ‘জাতীয় ভোগ প্রমোশন মাস ও বেইজিং-থিয়ানচিন-হ্যপেই ভোগ মৌসুম ২০২৪’ গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে শুরু হয়েছে।

 

 চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, বেইজিং পৌর কমিটির সেক্রেটারি ইন লি, বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও, সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপ-পরিচালক ও সিএমজি’র মহাপরিচালক শেন হাইসিং, বেইজিং পৌর কমিটির ডেপুটি সেক্রেটারি ও মেয়র ইন ইয়ং, বাণিজ্য উপমন্ত্রী শেং ছিউপিং, থিয়ানচিন শহরের ভাইস মেয়র লি ওয়েনহাই এবং হ্যপেই প্রদেশের ভাইস গভর্নর চিন হুই একসঙ্গে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

 

অনুষ্ঠানটি বেইজিংয়ের জনপ্রিয় বাণিজ্যিক এলাকা ‘সোলানায়’ আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি বসন্ত উৎসব উপলক্ষ্যে সোলানায় একটি মেলার আয়োজনও করা হয়। মেলায় বেইজিং, থিয়ানচিন ও হ্যপেই প্রদেশের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য, স্থানীয় মুখরোচক খাবার, ঐতিহ্যবাহী কারুশিল্পজাত সামগ্রী ও নতুন ব্র্যান্ডসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হয়। এতে কিছু বৈশিষ্ট্যময় পণ্য ও প্রযুক্তি অনেক দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। এর মধ্যে রয়েছে, সিএমজি’র বসন্ত উৎসব গালার সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্য, বেইজিংয়ের সংস্কৃতি ও পর্যটনের জন্য সিএমজি’র বিশেষভাবে তৈরি পর্যটন পণ্য এবং ফোরকে ও এইট কে 4K/8K  আল্ট্রা এইচডির স্ক্রিন ইত্যাদি।

এই ভোগ মৌসুমের লক্ষ্য হলো, বেইজিং ও থিয়ানচিন আন্তর্জাতিক ভোগ কেন্দ্র শহর প্রতিষ্ঠা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করা এবং বেইজিং-থিয়ানচিন-হ্যপেইর সমন্বিত উন্নয়ন বেগবান করার জন্য বেইজিং, থিয়ানচিন ও হ্যপেই যৌথভাবে ভোগ মৌসুম চালু করে বৈশিষ্ট্যময় কেনাকাটা, পর্যটন ও বিনোদন, সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া ইভেন্ট ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে ভোক্তাদের জন্য সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ভোগ্যপণ্য সরবরাহ করা।

এর মাধ্যমে ভোগের অভিজ্ঞতা উন্নত হবে, ভোগের সম্ভাবনা উদ্দীপিত হবে এবং ভালো ভোগের পরিবেশ তৈরি করা সম্ভব হবে।



২০২৪ সালে বেইজিং মহানগর ধারাবাহিকভাবে ভোগকে এগিয়ে নিতে পদক্ষেপ নেবে, গ্লোবাল প্রিমিয়ার ফেস্টিভ্যাল, বেইজিং আন্তর্জাতিক সংস্কৃতি ও পর্যটন ভোগ এক্সপো, ক্রীড়া উৎসব, ভোক্তা কুপন বিতরণ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে কোম্পানিগুলোর সক্ষমতা প্রচার করবে এবং ‘সারা বছর ধরে ভোগের প্রবণতা’ সৃষ্টি করবে।

থিয়ান চিন শহর ২০২৪ সালে থিয়ানচিন ফ্যাশন উইক, চীনের পুরনো ব্র্যান্ডগুলোর পণ্য মেলা ইত্যাদি প্রতিপাদ্যে  কার্যক্রম আয়োজন করবে, পরিষেবা ও ভোগের মান উন্নত করবে এবং এর পরিধি সম্প্রসারণ করবে। হ্যপেই প্রদেশ স্মার্ট হোম প্রমোশন, গাড়ি প্রদর্শনী, রাতের মেলা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে ভোগের নতুন সম্ভাবনা আবিষ্কার করবে।

‘জাতীয় ভোগ প্রমোশন মাস ২০২৪’ হল বসন্ত উৎসবের পর চালু হওয়া  প্রথম দেশব্যাপী ভোগ কার্যকলাপ। বিভিন্ন জায়গায় ‘চীনা বৈশিষ্ট্যময় জনপ্রিয় পণ্য’-এর প্রতিপাদ্যকে কেন্দ্র করে লণ্ঠন উৎসবের বিশেষ খাবার, সবুজ ভোগ বা পরিবেশবান্ধব ভোগ, স্মার্ট হোম, বসন্তকালের ভ্রমণ ইত্যাদি ক্ষেত্রে নানা রকমের ভোগ প্রমোশন কার্যক্রম আয়োজন করবে।


সিএমজি নিজস্ব অর্থায়নে গেল পাঁচ বছর ধরে বাণিজ্য মন্ত্রণলায় ও সংশ্লিষ্ট প্রদেশের সরকারের সঙ্গে এই ভোগ প্রমোশন কার্যকলাপ আয়োজন করছে। চলতি বছর সিএমজি অব্যাহতভাবে মাল্টি-চ্যানেল প্রচারের সুবিধা ব্যবহার করে ভোগের সম্ভাবনা উদ্দীপিত করবে, ভোক্তাদের আস্থা বৃদ্ধি করবে, চীনা ভোগ বাজারের উন্নয়নে নিজের অবদান রাখবে।

(তুহিনা/শান্তা/শুয়েই)