জি-২০’র এজেন্ডায় উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান চীনের
2024-02-23 15:42:26

ফেব্রুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: জি-২০ জোটের এজেন্ডায় উন্নয়নের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। গত বুধ ও বৃহস্পতিবার ব্রাজিলের রিও ডি জেনেইরোতে জি-২০ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগদানের সময় এ আহ্বান জানান চীনের ভাইস ফরেন মিনিস্টার মা চাওসু। 

মা চাওসু বলেন, জি-২০’র উচিত আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা প্রচারের যে লক্ষ্য নিয়ে জোটটি তৈরি হয়েছিল সেটার প্রতি অবিচল থাকা। 

তিনি আরও বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য, জি২০’র উচিত প্রকৃত বহুপাক্ষিকতা মেনে চলা এবং জাতিসংঘ ও এর নিরাপত্তা পরিষদকে সমর্থন করা।

আন্তর্জাতিক অঙ্গনে চলমান গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মোকাবেলায় ব্যাপক, সহযোগিতামূলক ও টেকসই দৃষ্টিভঙ্গি চীনের রয়েছে বলেও উল্লেখ করেন মা চাওসু।

গাজা পরিস্থিতি গুরুতর উল্লেখ করে চীনা এ কূটনীতিক বলেন, জাতিসংঘ সনদের অধীনে নিরাপত্তা পরিষদকে অবশ্যই তার দায়িত্ব পালন করতে হবে এবং দ্রুত যুদ্ধবিরতি ও যুদ্ধ শেষ করার পদক্ষেপ নিতে হবে। 

মা জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য একটি বৃহত্তর ও আরও কার্যকর আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বান জানায় চীন। বৈঠকে লোহিত সাগরের পরিস্থিতি এবং ইউক্রেনের সংকট নিয়ে চীনের অবস্থানও তুলে ধরেন মা চাওসু।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন।