বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থাকে দৃঢ়ভাবে রক্ষা করা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা পালনে সমর্থন করে চীন
2024-02-23 17:27:56

ফেব্রুয়ারি ২৩: বিশ্ব বাণিজ্য সংস্থার ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়া তুং গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছেন, বিভিন্ন পক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করতে এবং সম্মেলনের আরও কার্যকর ফলাফল বাস্তবায়ন এগিয়ে নিতে চায় চীন।

হ্য ইয়া তুং বলেন, ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনটি বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারের সূচনার পর প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলন। মন্ত্রী ওয়াং উয়েনথাও এতে চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বর্তমানে, বিশ্ব অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে, বাণিজ্য বৃদ্ধির গতি অপর্যাপ্ত এবং বিশ্বব্যাপী চ্যালেঞ্জ যেমন- খাদ্য ও শক্তি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং ভারসাম্যহীন উন্নয়ন বাড়ছে। ডব্লিউটিও বহুপাক্ষিকতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক শাসনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এটি বিশ্বের সাধারণ সমস্যা এবং এটি চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিবাচক অবদান রাখতে পারে।

মুখপাত্র আরও বলেন, চীন অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়ন চায়, সত্যিকারের বহুপাক্ষিকতার অনুশীলন করে, বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা দৃঢ়ভাবে রক্ষা করে, বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে ব্যাপক ও গভীরভাবে অংশগ্রহণ করে এবং আরও ভাল ভূমিকা পালনে ডব্লিউটিওকে সমর্থন জোগায়।

 (জিনিয়া/তৌহিদ/ফেই)