ইন্টারপোলের প্রেসিডেন্টের সঙ্গে চীনের পুলিশ প্রধানের সাক্ষাৎ
2024-02-23 15:44:06

ফেব্রুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের স্টেট কাউন্সিলর এবং জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওয়াং সিয়াওহং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন তথা ইন্টারপোলের প্রেসিডেন্ট আহমেদ নাসের আল-রাইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার তারা এ সাক্ষাৎ করেন। 

সাক্ষাতে এক-চীন নীতিতে দৃঢ় সমর্থনের জন্য ইন্টারপোলের প্রশংসা করেন ওয়াং সিয়াওহং। তিনি বলেন, সন্ত্রাস দমন, সাইবার অপরাধ, আর্থিক অপরাধ ও দুর্নীতি এবং সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় ইন্টারপোলের কৌশলগত অগ্রাধিকারকে অত্যন্ত গুরুত্ব দেয় চীন।

চীনের পুলিশ প্রধান আরও বলেন, বিশ্বব্যাপী অপরাধ মোকাবেলায় ইন্টারপোলের নেতৃত্বকে দৃঢ়ভাবে সমর্থন করে চীন। ইন্টারপোলের কর্মীবাহিনীতে বৈচিত্র্যের প্রশংসাও করেন তিনি। 

ওয়াং সিয়াওহং জোর দিয়ে বলেন, ইন্টারপোলের কাঠামোর মধ্যে একটি নিরাপদ বিশ্ব গড়তে অন্যান্য দেশের পুলিশ বাহিনীর সঙ্গেও কাজ করতে ইচ্ছুক চীন।

-ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।