‘দুই রাষ্ট্র’ প্রস্তাবে ফিলিস্তিন-ইসরায়েলের সংঘর্ষ মোকাবিলায় সমর্থন দেয় জি টোয়েন্টি
2024-02-23 11:42:10

ফেব্রুয়ারি ২৩: গতকাল (বৃহস্পতিবার) জি টোয়েন্টির পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশন ব্রাজিলের রিও ডি জেনিরোতে শেষ হয়েছে, জি টোয়েন্টির সদস্যদেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ৪৫টি প্রতিনিধি দল অধিবেশনে যোগ দিয়েছেন। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা অধিবেশনের সাংবাদিক সম্মেলনে বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘর্ষ মোকাবিলায় ‘দুই রাষ্ট্র’ প্রস্তাব নিয়ে একমত হয়েছেন অংশগ্রহণকারী প্রতিনিধিরা।

 

ভিয়েরা বলেন, ভোগৌলিক রাজনৈতিক উত্তেজনাময় পরিস্থিতি নিয়ে আলোচনার সময় চলমান ফিলিস্তিন ও ইসরায়লের সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন অনেক দেশের প্রতিনিধিরা। তাঁরা মনে করেন, শুধু ‘দুই রাষ্ট্র’ প্রস্তাবের মাধ্যমে দু’পক্ষের সংঘর্ষ মোকাবিলা করা সম্ভব। গাজায় মানবিক ত্রাণসামগ্রীর অবাধ প্রবেশ এবং শত্রুতামূলক অভিযান বন্ধ করার তাগিদ দেন তাঁরা। রাফাহ্‌র ওপর ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ জানান তাঁরা।

 

তিনি আরো বলেন, বৈশ্বিক প্রশাসন ও সংস্কার ইস্যুতে অংশগ্রহণকারীরা মনে করেন, জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার করা জরুরি, যাতে চলমান বিশ্বের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা যায়।

 

জি টোয়েন্টির পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় অধিবেশন সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ফের আয়োজন করা হবে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)