তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির দৃঢ় বিরোধিতা করে চীন
2024-02-23 17:26:36


ফেব্রুয়ারি: আজ (শুক্রবার) বেইজিংয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিও কাং বলেন, চীনের তাইওয়ান অঞ্চলে মার্কিন অস্ত্র বিক্রির দৃঢ় বিরোধিতা করে চীন। 


তিনি বলেন, চীনের এ অবস্থান দৃঢ় ও সুস্পষ্ট। লম্বা সময় ধরে তাইওয়ান বিষয়কে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে অস্ত্র বিক্রি ও সামরিক সহায়তার মাধ্যমে ‘তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদীদের’ সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এহেন আচরণ গুরুতরভাবে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ লঙ্ঘন করেছে এবং দু’দেশ ও দুই সশস্ত্রবাহিনীর সম্পর্ক গুরুতরভাবে নষ্ট করেছে। যা চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নগ্ন হস্তক্ষেপ এবং তাইওয়ান প্রণালীর দু’পারের উত্তেজনা আরও বাড়িয়েছে। 


মুখপাত্র জোর দিয়ে বলেন, তাইওয়ান বিষয়টি চীন-মার্কিন সম্পর্কের একটি স্পর্শকাতর সীমা। যা অতিক্রম করা যাবেনা। তাইওয়ানকে অস্ত্র সরবরাহ হচ্ছে একটি বিপজ্জনক ‘জুয়া খেলার’ মত কাজ। যুক্তরাষ্ট্রকে এক-চীন নীতি ও চীন-মার্কিন তিনটি যৌথ ইশতেহার মেনে চলার তাগিদ দেয় চীন। তাইওয়ানকে অস্ত্র বিক্রি ও তাইওয়ানের সঙ্গে সব সামরিক যোগাযোগ বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রকে। ‘তাইওয়ান বিষয়কে কাজে লাগিয়ে চীনকে নিয়ন্ত্রণ করার’ উস্কানিমূলক কর্মকাণ্ডও বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রকে। 


তিনি বলেন, চীন দৃঢ় ও শক্তিশালী ব্যবস্থার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করবে।(আকাশ/তৌহিদ/ফেইফেই)