চীন সবসময় শাংহাই সহযোগিতা সংস্থাকে কূটনৈতিক অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে
2024-02-23 17:31:43

ফেব্রুয়ারি ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীন শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রতিষ্ঠাতা দেশ এবং সবসময় এসসিওকে কূটনৈতিক অগ্রাধিকার হিসাবে বিবেচনা করে।

গতকাল (বৃহস্পতিবার) চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শাংহাই সহযোগিতা সংস্থার সচিবালয়ের ২০তম বার্ষিকীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ও ভাষণ দেন। প্রতিষ্ঠার পর থেকে, এসসিও সবসময় উন্নয়নের একটি সুস্থ ও স্থিতিশীল গতি বজায় রেখেছে। বর্তমানে, এসসিও পরিবারে ২৬ সদস্য যুক্ত হয়েছে। মুখপাত্র মাও নিং উল্লেখ করেন যে, বর্তমানে বিশ্ব নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তাই, বিভিন্ন দেশের উচিত সহযোগিতার মাধ্যমে তা মোকাবিলা করা। নতুন পরিস্থিতিতে, আমাদের অবশ্যই শাংহাই সহযোগিতার চেতনা এগিয়ে নিতে হবে, এসসিও’র স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রচার করতে হবে এবং বিশ্বে নিশ্চয়তা, স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি যোগ করতে হবে।

মাদাম মাও নিং জোর দিয়ে বলেন, চীন অন্যান্য এসসিও অংশীদারদের সঙ্গে বিশ্বের দীর্ঘস্থায়ী শান্তি ও সাধারণ সমৃদ্ধিতে অবদান রাখতে চায়।

(জিনিয়া/তৌহিদ/ফেই)