চীন সবসময় উন্নয়নশীল দেশগুলোর সার্বভৌম ঋণের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়
2024-02-23 17:28:46

ফেব্রুয়ারি ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, নীতিগতভাবে চীন সবসময়ই উন্নয়নশীল দেশগুলির সার্বভৌম ঋণ ইস্যুকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে এবং উন্নয়নশীল দেশগুলির ঋণের বোঝা কমাতে, টেকসই উন্নয়নে সহায়তা দিতে সর্বদা পরামর্শ এবং উভয়ের জয়-ভিত্তিক সহযোগিতা-নীতি অনুসরণ করে। চীন ‘জি-টোয়েন্টি ডেট সাসপেনশন ইনিশিয়েটিভের কমন ফ্রেমওয়ার্কের’ মতো সহযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। চীন ও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় এবং বহুপাক্ষিক চ্যানেলের মাধ্যমে ঋণ-সংক্রান্ত বিষয়ে যোগাযোগ বজায় রাখছে। চীন উন্নয়নশীল দেশের ঋণের বোঝা কমাতে সব পক্ষের সঙ্গে কাজ করতে চায় বলে জানান মাদাম মাও নিং।

(জিনিয়া/তৌহিদ/ফেই)