ইউরোপ সফরের পর চীনা গণমাধ্যমে ওয়াং ই’র সাক্ষাৎকার
2024-02-22 20:45:33


ফেব্রুয়ারি ২২: মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ এবং স্পেন ও ফ্রান্স সফর করার পর গতকাল (বুধবার) পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীনের গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন।

 

ওয়াং ই জানান, মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন পক্ষের সাথে সাক্ষাতের সময়ে চীনপক্ষ জোর দিয়ে জানায়, চীনের উন্নয়ন হচ্ছে শান্তি ও স্থিতিশিলতার শক্তিবৃদ্ধি, সহযোগিতামূলক সুযোগের সম্প্রসারণ। ১৪০কোটিরও বেশি চীনা জনগণের আধুনিকায়ন বাস্তবায়ন হবে মানব সভ্যাতার এক বিপুল অগ্রগতি। তা বিশ্বের উন্নয়নের জন্য বিপুল সুযোগ এনে দেবে।  


ইউক্রেন সংকট সম্পর্কে ওয়াং ই জানান, বতর্মানে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে শান্তি পুনরুদ্ধার। চীন মনে করে রাজনৈতিক উপায় হচ্ছে এর একমাত্র পথ। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ত্যাগ করা যাবে না। শান্তি পুনঃপ্রতিষ্ঠায় অব্যহতভাবে গঠনমূলক ভূমিকা রাখবে চীন। 


ফিলিস্তিন-ইসলাইয়েল সংঘাত সম্পর্কে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে চীনের অবস্থান খুব সুস্পষ্ট, প্রথমত, শিগগির যুদ্ধবিরতি বাস্তবায়ন; দ্বিতীয়ত, মানবিক সহায়তা নিশ্চিত; তৃতীয়ত, সব জিম্মি ও আটকদের মুক্তি দেয়া। চতুর্থত, শান্তি পূনরুদ্ধারে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা, ‘দু্‌ই রাষ্ট্র সমাধান’ পূনরুদ্ধার করা। 


চীন-ইউরোপ সম্পর্ক প্রসঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছর থেকে দু’পক্ষের সব স্তরের বিনিময় সার্বিকভাবে পুনরুদ্ধার হয়েছে। দু’পক্ষের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। ভবিষ্যতে চীন-ইউরোপ সম্পর্ককে স্থিতিশীলভাবে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।  

(আকাশ/হাশিম/ফেইফেই)