তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ: মুখপাত্র
2024-02-22 20:48:49

ফেব্রুয়ারি ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, তাইওয়ান হচ্ছে চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। 


মুখপাত্র বলেন, তাইওয়ান কর্তৃপক্ষের সাথে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সরকারি আদান-প্রদান ও বিনিময়কে চীন সবসময় দৃঢ়ভাবে বিরোধিতা করে আসছে। যে কোনো অজুহাতে তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেরও চীন দৃঢ়ভাবে বিরোধিতা করে। 


তিনি জানান, যুক্তরাষ্ট্রকে ‘এক চীন নীতি’ ও ‘চীন-যুক্তরাষ্ট্র তিনটি ইশতেহার’ মেনে চলার তাগিদ দেয় চীন। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের উচিত সাবধানে তাইওয়ান বিষয়ক আচরণ করা, মার্কিন-তাইওয়ান সরকারি পর্যায়ের বিনিময় ও ‘তাইওয়ানের বিছিন্নতাবাদীদের’ ভূল সংকেত পাঠানো বন্ধ করা।

 (আকাশ/হাশিম/ফেইফেই)