যুক্তরাজ্যের হাইকোর্টে অ্যাসাঞ্জের প্রত্যার্পণের আপিলের শুনানি শেষ
2024-02-22 16:38:51

 

ফেব্রুয়ারি ২২: ‘উইকিলিকসে’র প্রতিষ্ঠাতা মাইকেল অ্যাসাঞ্জের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণের বিষয়ে ব্রিটিশ হাইকোর্টে আপিলের শুনানি গতকাল (বুধবার) শেষ হয়েছে। তবে বিচারক সেদিন কোনও রায় না দিয়ে পরবর্তী সময়ে রায় ঘোষণা করবেন বলে জানান।

আদালতে দু’দিনের শুনানির সময়, অ্যাসাঞ্জের আইনি দল জানায়, তারা তত্কালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটেলের ২০২২ সালে অ্যাসাঞ্জের যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অনুমোদনের সিদ্ধান্ত পর্যালোচনা করার জন্য আবেদন করেছিলেন এবং ২০২১ সালের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছিলেন। তারা জোর দিয়ে বলেন, মার্কিন কর্তৃপক্ষ নিজ সরকারের নৃশংসতা প্রকাশ করার জন্য অ্যাসাঞ্জকে শাস্তি দিতে চায় এবং তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলে তাঁর ন্যয়বিচার হবে না। (রুবি/হাশিম/শিখা)