তাইওয়ানে অস্ত্র বিক্রি ও সামরিক যোগাযোগ বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ
2024-02-22 18:32:20

ফেব্রুয়ারি ২২: তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি ‘এক চীন নীতি’ এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিনটি যৌথ ইশতেহারের গুরুতর লঙ্ঘন। এমন আচরণ বন্ধে চীন যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয়।

আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, তারা তাইওয়ানকে ৭.৫ কোটি মার্কিন ডলার মূল্যের উন্নত কৌশলগত ডেটা লিঙ্ক সিস্টেম আপগ্রেড পরিকল্পনা বিক্রির অনুমোদন দিয়েছে।

এ সম্পর্কে চীনা মুখপাত্র মাও নিং বলেন, এমন সিদ্ধান্ত চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থের গুরুতর ক্ষতি করে, চীন-মার্কিন সম্পর্ক এবং তাইওয়ান প্রণালী দু’তীরের শান্তি ও স্থিতিশীলতার ক্ষতি করে। চীন বরাবরই এমন আচরণের দৃঢ় বিরোধিতা করে। চীন যুক্তরাষ্ট্রকে এক-চীন নীতি এবং তিনটি চীন-মার্কিন যৌথ ইশতেহারের বিধান মেনে চলা, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি এবং তাইওয়ান প্রণালীতে উত্তেজনা সৃষ্টি বন্ধ করার আহ্বান জানিয়েছে। দেশের সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখণ্ডতা রক্ষার জন্য চীন দৃঢ় ও শক্তিশালী পদক্ষেপ নেবে বলেও জানান মাও নিং।

(শুয়েই/হাশিম/আকাশ)