চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা হবে: মুখপাত্র
2024-02-22 20:47:32


ফেব্রুয়ারি ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, চীন কঙ্গো প্রজাতন্ত্রসহ আফ্রিকান বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাথে একযোগে আরও উচ্চমানের চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলবে।


তিনি জানান, আজ হচ্ছে চীন ও কঙ্গো প্রজাতন্ত্রের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। এ গুরুত্বপুর্ণ দিন উদযাপনের জন্য প্রেসিডেন্ট সি চিন পিং ও কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডেনিস সাসু-এনগুয়েসো পরস্পরকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।


সি চিন পিং গত বছরের অক্টোবরে প্রেসিডেন্ট ডেনিস সাসু-এনগুয়েসোর সাথে সাক্ষাতের সময় জানান, একই চিন্তাধারা, পরস্পর্কে আস্থায় নেয়া ও সমর্থন হচ্ছে দু’দেশের দীর্ঘমেয়াদী সুসম্পর্কের কারণ। ৬০ বছরে, আন্তর্জাতিক পরিস্থিতির যতই পরিবর্তন হোক না কেন, দু’দেশ বরাবরই পরস্পরের গুরুত্বপূর্ণ মৌলিক স্বার্থ বিষয়ে বোঝাপড়া ও সমর্থন দিয়ে আসছে। 


ভবিষ্যতে দুপক্ষ হাতে হাত রেখে দু’দেশের নেতৃবৃন্দের মতৈক্য বাস্তবায়ন করে দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগী অংশদারিত্ব সম্পর্ক উন্নয়ন অব্যাহতভাবে এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন মাও নিং। 

(আকাশ/হাশিম/ফেইফেই)