চীন-কঙ্গো প্রজাতন্ত্রের সম্পর্ক উন্নয়নে দুই রাষ্ট্রপ্রধানের সদিচ্ছা
2024-02-22 18:13:27

ফেব্রুয়ারি ২২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডেনিস সাসু-এনগুয়েসো দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনে পরস্পরকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

অভিনন্দন বার্তায় সি চিন পিং উল্লেখ করেছেন যে, চীন এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মধ্যে বন্ধুত্ব সময়ের সাথে আরও শক্তিশালী হয়েছে। ৬০বছর আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন সত্ত্বেও, দুই দেশ সবসময় আন্তরিকভাবে সহযোগিতা করেছে এবং হাতে হাত রেখে উন্নয়ন করেছে, রাজনৈতিকভাবে পারস্পরিক আস্থার সাথে ভাল বন্ধু এবং পরস্পরের জন্য উপকারি অর্থনৈতিক সহযোগিতার সাথে ভাল অংশীদার হয়ে উঠেছে।

সাম্প্রতিক বছরগুলোতে, দুই দেশের মধ্যে ঘন ঘন আদান-প্রদান হয়েছে উল্লেখ করে সি বলেন, রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস আরও গভীর হয়েছে এবং ব্যবহারিক সহযোগিতার ক্ষেত্রে স্থির অগ্রগতি হয়েছে, যা দুই জনগণের জন্য বাস্তব উপকারিতা এনেছে। এটি চীন-আফ্রিকা বন্ধুত্বপূর্ণ সহযোগিতার চেতনার একটি উজ্জ্বল প্রতিফলন। তিনি চীন-কঙ্গো সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব  দেন এবং চীন-কঙ্গোর সম্পর্ককে ক্রমাগত সমৃদ্ধ করার জন্য দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীকে একটি নতুন সূচনা হিসেবে গ্রহণ করতে প্রেসিডেন্ট সাসুর সাথে কাজ করতে ইচ্ছুক বলে জানান।

সাসু বলেন, দুই জনগণ সবসময় ঐক্যবদ্ধ এবং বন্ধুত্বপূর্ণ, শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির অভিন্ন চেতনাকে মেনে চলে এবং কঙ্গো-চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের দ্রুত উন্নয়নকে এগিয়ে নেয়। উভয়পক্ষ পারস্পরিক আস্থা, পারস্পরিক সুবিধা এবং জয়-জয় ফলাফলের ভিত্তিতে ব্যাপক সহযোগিতা চালিয়েছে। তিনি কঙ্গো ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুসংহত ও গভীর করতে ইচ্ছুক এবং একটি যৌথ ভবিষ্যত নিয়ে উচ্চ-স্তরের চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলায় ইতিবাচক অবদান রাখতে চান।

(শুয়েই/হাশিম/আকাশ)