ব্রিক্স আন্তর্জাতিক ব্যাপারের স্থিতিশীল শক্তি: মাও নিং
2024-02-22 19:47:29

ফেব্রুয়ারি ২২: ব্রিক্স দেশগুলো নতুন বাজার ও উন্নয়নশীল দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে সবসময় বহুপক্ষবাদ রক্ষায় ভূমিকা পালন করছে বলে মূল্যায়ন করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে মাও নিং বলেন, বর্তমান বিশ্বে চ্যালেঞ্জ অনেক বেশি। উন্নয়নশীল দেশের ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা জোরদার করার সদিচ্ছাও অনেক বেশি। এমন অবস্থায় ব্রিক্স নতুন বাজার ও উন্নয়নশীল দেশের ব্যাপক স্বীকৃতি পেয়েছে, যা ইতোমধ্যে আন্তর্জাতিক ব্যাপারে একটি ইতিবাচক এবং স্থিতিশীল শক্তি হয়ে উঠেছে। চীন বিভিন্ন দেশের সঙ্গে সংশ্লিষ্ট সহযোগিতা আরো জোরদার করতে ইচ্ছুক বলেও জানান তিনি।

(শুয়েই/হাশিম/আকাশ)