ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাজার সুবিধা ভাগ করে নিতে চায় চীন: মাও নিং
2024-02-22 19:01:53

ফেব্রুয়ারি ২২: ইউরোপের দেশগুলোর সাথে চীনের বিশাল বাজারের সুযোগ-সুবিধা ভাগ করে নিতে ইচ্ছুক চীন। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেছেন।

তিনি বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মাত্রই ইউরোপ সফর শেষ করেছেন। চীন ও ইইউ’র সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ২০ বছরে বিশ্বের দু’টি বড় বাজার এবং বৈচিত্রময় দু’টি সভ্যতা সৃষ্টি হয়েছে। এখন চীন ও ইইউ’র সম্পর্ক আরো গুরুত্বপূর্ণ হয়েছে।

মাও নিং জোর দিয়ে বলেন যে, ইউরোপের দেশগুলো চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অংশীদার। চীন ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তার বাজারের সুযোগ-সুবিধা ভাগ করে নিতে এবং দেশগুলোকে চীনের উচ্চমানের উন্মুক্তকরণে অংশ নিতে স্বাগত জানায়। চীন আশা করে, অর্থ-বাণিজ্য, জ্বালানি, ডিজিটাল, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দু’পক্ষের সহযোগিতা আরো ফলপ্রসূ হবে।

 

মাও নিং জোর আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে উভয়পক্ষই অংশীদারিত্বকে চীন-ইইউ সম্পর্কের মূল সুর এবং সহযোগিতাকে মূল বিষয় হিসাবে বিবেচনা করবে।

(শুয়েই/হাশিম/আকাশ)