ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ১৭ জন নিহত
2024-02-22 17:05:29

ফেব্রুয়ারি ২২: ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাস্থ্য বিভাগের তথ্য থেকে জানা গেছে, ইসরায়েলি বাহিনী বুধবার রাতে মধ্য গাজার নাসিরাত ক্যাম্পের একটি ভবনে বোমা হামলা চালিয়েছে। ফলে কমপক্ষে ১৭ জন মারা গেছেন এবং ৩৪ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যে আরও জানা গেছে, হামলার সময় ভবনটিতে বেশিরভাগ গৃহহীন মানুষ অবস্থান করছিলেন। মৃতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে। বর্তমানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

এ ছাড়াও গতকাল রাতে উত্তর গাজার শরণার্থী শিবির এবং দক্ষিণ গাজার শহর রাফাহতে হামলা করেছে ইসরায়েল। তবে এখনো হতাহতের সংখ্যা জানা যায়নি।

স্বাস্থ্য বিভাগ গতকাল জানিয়েছে, সবশেষ ২৪ ঘন্টার মধ্যে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় মোট ১১৮ জন মারা গেছেন এবং ১৬৩ জন আহত হয়েছেন। গত বছর ৭ অক্টোবরে ফিলিস্তিন-ইসরায়েল নতুন দফা সংঘর্ষ শুরু হওয়ার পর, ইসরায়েলি বাহিনীর সশস্ত্র অভিযানে গাজা উপত্যকায় এ পর্যন্ত ২৯ হাজার ৩০০ জনের বেশি মারা গেছেন এবং ৬৯ হাজার জনের বেশি আহত হয়েছেন।

(অনুপমা/হাশিম)