বিশ্ব প্রশাসনে গভীর সংস্কারের আহ্বান ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর
2024-02-22 16:13:49

ফেব্রুয়ারি ২২: বিশ্ব প্রশাসনের গভীর সংস্কার দরকার এবং অস্ত্রের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করা উচিত নয়। গতকাল (বুধবার) ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা রিওডি জেনিরোয় অনুষ্ঠিত জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে উদ্বোধনী ভাষণে এ কথা বলেন।

 

তিনি বলেন, বর্তমান বিশ্বে শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তার দেশ উদ্বিগ্ন। বিশ্বের বিভিন্ন জায়গায় সংঘর্ষের সংখ্যা বাড়ছে। ভূরাজনীতি উদ্বেগজনক পরিস্থিতি তীব্রতর হচ্ছে। কিন্তু বর্তমান বহুপাক্ষিক সংস্থার এ সব চ্যালেঞ্জ মোকাবিলার যথেষ্ট সামর্থ্য নেই। এ জন্য বিশ্ব প্রশাসনের গভীর সংস্কার দরকার।

 

জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন ২১ ও ২২ ফেব্রুয়ারি রিওডি জেনিরোতে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের প্রধান প্রতিপাদ্য বিশ্ব প্রশাসন ও সংস্কার।

চীনের উপ-পররাষ্ট্র মন্ত্রী মা ছাও শ্যুই একটি প্রতিনিধিদল নিয়ে সম্মেলনে অংশ নিচ্ছেন।

(প্রেমা/হাশিম/শিশির)