যুক্তরাষ্ট্রের আবারো গাজার যুদ্ধবিরতি প্রত্যাখ্যানে তীব্র হতাশা ও অসন্তোষ চীনের
2024-02-22 14:18:44

ফেব্রুয়ারি ২২: যুক্তরাষ্ট্র আবারও একতরফভাবে গাজাকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।  চীনসহ বিভিন্ন পক্ষ এতে তীব্র হতাশা ও অসন্তোষ প্রকাশ করে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেয়া সম্পর্কে গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত এক সংবাদ সম্মেলন এ কথা বলেন।

মঙ্গলবার নিরাপত্তা পরিষদে আরব দেশগুলোর পক্ষ থেকে আলজেরিয়া গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি বাস্তবায়ন সংক্রান্ত খসড়া প্রস্তাব উত্থাপন করে। যুক্তরাষ্ট্রের ভেটোতে তা বাতিল হয়ে যায়।

মাও নিং বলেন, আলজেরিয়ার উত্থাপিত খসড়া প্রস্তাবটি পরিস্থিতি মোকাবিলায় জরুরি ছিল। পাশাপাশি এটি মৌল মানবিক দাবি, যা নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্যের সমর্থন পায়।

মুখপাত্র বলেন, চীন আন্তর্জাতিক সমাজের সাথে গাজায় যুদ্ধের প্রাথমিক সমাপ্তি, মানবিক পরিস্থিতির অবনতি এড়ানো, ‘দুই রাষ্ট্র তত্ত্ব’ কার্যকর করা এবং মধ্য-প্রাচ্যের স্থায়ী শান্তি ও নিরাপত্তা বাস্তবায়নের জন্য তাত্পর্যপূর্ণ পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদকে চাপ অব্যাহত রাখতে ইচ্ছুক।

(প্রেমা/হাশিম/শিশির)