নতুন প্রজন্মের প্রিয় গন্তব্য ছেংতু
2024-02-22 21:03:25

ফেব্রুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তরুণ প্রজন্মের মধ্যে এখন প্রচলিত ধারা হলো ঐতিহ্যবাহী পদ্ধতিতে ছুটি উপভোগ করা। আর এজন্য তাদের অন্যতম প্রিয় গন্তব্য হলো ছেংতু সিটি।  দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু সিটিতে রয়েছে ঐতিহ্যবাহী রীতিতে ছুটি উপভোগের নানা আয়োজন। ছেংতুতে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় ডিজিটাল স্ক্রিন। এই পর্দায় প্রদর্শিত হচ্ছে চীনের লোকজ সংস্কৃতির নানা অনুষ্ঠান। দেখা যাচ্ছে ছেংতুর বিখ্যাত জায়ান্ট পান্ডা ও রেড পান্ডাকে। সিছুয়ান অপেরার পরিবেশনা চলছে শহরের বিভিন্ন মঞ্চে এবং উন্মুক্ত স্থানে। 

খোলা আকাশের নিচে ক্যাফেতে বসে হটপট এবং অন্যান্য ঐতিহ্যবাহী খাবার উপভোগ করছেন অনেক পর্যটক। আসন্ন লণ্ঠন উৎসব উপলক্ষ্যে চোখ ধাঁধানো প্রদর্শনী চলছে চীনা লণ্ঠনের। আরও রয়েছে ড্রাগন নাচ, গলন্ত লোহায় বাড়ি দিয়ে আগুনের ফুলকির প্রদর্শনী, লণ্ঠন-ড্রাগন নাচ ইত্যাদি। 

সব মিলিয়ে ছেংতু এখন দারুণ জমজমাট। 

শান্তা/ফয়সল 

ছবি: সিসিটিভি