যুক্তরাষ্ট্র গাজা পরিস্থিতিকে আরো বিপজ্জনক করছে: চীনা মুখপাত্র
2024-02-21 19:24:09

ফেব্রুয়ারি ২১: যুক্তরাষ্ট্র আবারও ভেটো ক্ষমতা ব্যবহার করে গাজা পরিস্থিতিকে আরও বিপদের দিকে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

 

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে সোমবার নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার দাখিল করা একটি খসড়া প্রস্তাব আবারও যুক্তরাষ্ট্রের ভেটোতে নাকচ হয়ে যায়। মুখপাত্র মাও নিং বলেন, জাতিসংঘে নিযুক্ত চীনা প্রতিনিধি ভোটের পরে সার্বিকভাবে এ সম্পর্কে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন।

আরব দেশগুলোর পক্ষ থেকে আলজেরিয়া একটি খসড়া প্রস্তাব দাখিল করেছিল, যাতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, সমস্ত জিম্মিদের অবিলম্বে মুক্তি, মানবিক সরবরাহ পাঠানো নিশ্চিত করা এবং জোরপূর্বক স্থানান্তরের বিরোধিতা করার আহ্বান জানানো হয়। এটি কেবল পরিস্থিতির জরুরি প্রয়োজন নয়, বরং এ ছাড়াও তা মানবতার ন্যূনতম প্রয়োজনীয়তা। এটি নিরাপত্তা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশের সমর্থন পেয়েছে। চীন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

মুখপাত্র মাও নিং বলেন, ‘যুক্তরাষ্ট্রের বারবার বিশেষ ভেটো ক্ষমতা ব্যবহার গাজার পরিস্থিতিকে আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। চীনসহ সমস্ত সংশ্লিষ্ট পক্ষ এতে তীব্র হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছে। আমরা নিরাপত্তা পরিষদকে আরও দায়িত্বশীল ও অর্থবহ পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সমাজের সব পক্ষের সাথে কাজ চালিয়ে যাব এবং গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাব।’

(শুয়েই/হাশিম/আকাশ)