ব্রিকস দেশগুলোর সঙ্গে কিউবার সহযোগিতায় সমর্থন দেবে রাশিয়া
2024-02-21 15:15:20

ফেব্রুয়ারি ২১: কিউবা সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ গত সোমবার হাভানায় বলেন, চলতি বছর ব্রিকস-এর পালাক্রমিক দেশ হিসেবে রাশিয়া কিউবা ব্রিকস দেশগুলোর সঙ্গে সহযোগিতা চালানোয় সমর্থন দেবে।

এদিন লাভরভ হাভানায় পৌঁছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ব্রিকস দেশগুলোর সঙ্গে কিউবার পারস্পরিক যোগাযোগের আগ্রহ দিন দিন বাড়ছে। চলতি বছর ব্রিকসের পালাক্রমিক দেশ হিসেবে রাশিয়া দৃষ্টিভঙ্গীকে সমর্থন দেবে।

তিনি আরো বলেন, কিউবা লাতিন-আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার ও মিত্র। বর্তমানে দেশটির তেল, খাদ্য ও ওষুধের অভাব রয়েছে। রাশিয়া কিউবার কাছে জ্বালানি বিক্রি করবে।

(প্রেমা/তৌহিদ/শিশির)