নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ এবং রূপান্তর মোকাবিলায় জাতিসংঘকে আহ্বান চীনা প্রতিনিধির
2024-02-21 19:49:29

ফেব্রুয়ারি ২১: জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নতুন প্রযুক্তির সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘে নিযুক্ত চীনের প্রতিনিধি চাং চুন আহ্বান জানিয়েছেন।

গতকাল (মঙ্গলবার) জাতিসংঘের শান্তিরক্ষী কমিশনের বিতর্কে অংশ নেয়ার সময় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নতুন প্রযুক্তির সৃষ্ট জটিল প্রভাব দিন দিন দেখা যাচ্ছে। জাতিসংঘ সচিবালয় এবং কমিশনের উচিত সঠিকভাবে ডিজিটাল রূপান্তর বাস্তবায়ন করা, নতুন প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধ করা।

চাং চুন বলেন, শান্তিরক্ষা কার্যক্রম আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দ্বিতীয় বৃহত্তম অবদানকারী এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে, চীন সবসময় সক্রিয়ভাবে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সমর্থন ও অংশগ্রহণ করেছে। বর্তমানে, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম অভূতপূর্ব নতুন পরিস্থিতি এবং নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং আরও ভালো ভূমিকা পালনের জন্য সংস্কার ও রূপান্তর প্রয়োজন।

(শুয়েই/হাশিম/আকাশ)