ওয়াং ই’র সফর আগামী ৬০ বছরের জন্য চীন-ফ্রান্স সম্পর্কের সুষ্ঠু সূচনা করেছে: মুখপাত্র
2024-02-21 19:21:21

ফেব্রুয়ারি ২১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র এবার ফ্রান্স সফর হচ্ছে চীন-ফ্রান্স কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীতে দু’দেশের উচ্চ পর্যায়ের প্রথম সফর। এ সফর সার্বিকভাবে সফল হয়েছে এবং তা আগামী ৬০ বছরের জন্য চীন-ফ্রান্স সম্পর্কের একটি সুষ্ঠু সূচনা করেছে।


মাও নিং জানান, চীন ও ফ্রান্স হচ্ছে সার্বিক কৌশলগত অংশীদার। এ বছর হচ্ছে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী, যা খুবই তাৎপর্যপূর্ণ। প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ পরস্পরকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। এতে তারা জোর দিয়ে জানান যে, দু’পক্ষের উচিত দু’দেশের আগামী ৬০ বছরের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও মজবুত করা ও এতে আরও প্রাণশক্তি যোগানো।

 (আকাশ/হাশিম/ফেইফেই)