চীন-ফ্রান্স কৌশলগত সংলাপ প্যারিসে অনুষ্ঠিত
2024-02-21 18:37:45

ফেব্রুয়ারি ২১: চীনের কমিউনিস্ট পার্টি- সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির পররাষ্ট্র বিষয়ক অফিসের পরিচালক ওয়াং ই গতকাল (মঙ্গলবার) প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইমানুয়েল বোনের সঙ্গে ২৫তম চীন-ফ্রান্স কৌশলগত সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করেন।

ওয়াং ই বলেন, চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে পারস্পরিক আস্থা সুসংহত হয়েছে, ঐকমত্য ক্রমাগত প্রসারিত হয়েছে এবং দু’দেশের মধ্যে সম্পর্ক ক্রমশ পরিপক্ক ও স্থিতিশীল হয়েছে।

বিগত ৬০ বছরে, বিশ্বে ব্যাপক পরিবর্তন হয়েছে উল্লেখ করে ওয়াং বলেন, তবে চীন এবং ফ্রান্সের স্বাধীনতার উপর জোর দেওয়া, বহু-মেরু বিশ্বের অন্বেষণ এবং সভ্যতার বৈচিত্র্যকে লালন করা কখনোই পরিবর্তিত হয়নি। একটি নতুন ঐতিহাসিক সূচনা বিন্দুতে দাঁড়িয়ে, উভয় পক্ষের একসাথে কাজ করা উচিত, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কৌশলগত ঐকমত্য দ্বারা পরিচালিত হওয়া উচিত, চীন-ফ্রান্সের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও স্থিতিশীল এবং গতিশীল করা উচিত। চীন, ইইউর সঙ্গে সম্পর্কের উন্নয়নে বৃহত্তর অবদান রাখতে এবং বিশ্ব শান্তির জন্য নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালাত চায় বলে জানান ওয়াং ই।

বোনের বলেন যে, ফ্রান্স-চীন কৌশলগত যোগাযোগ এবং উচ্চ পর্যায়ের বিনিময় ফলপ্রসূ হয়েছে। দু’দেশ ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং ফ্রান্স এক-চীন নীতি অব্যাহত রাখবে। ফ্রান্স, ইউরোপ ও চীনের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদার করাকে সমর্থন করে।

(জিনিয়া/হাশিম/শুয়েই)