বসন্ত উৎসব ছুটির পর আবার খুলেছে বিশ্বের বৃহত্তম ছোটখাট পণ্য বাজার
2024-02-21 20:17:52

ফেব্রুয়ারি ২১: বসন্ত উৎসব জাতীয় ছুতির পর, আজ (বুধবার) বিশ্বের বৃহত্তম ছোটখাট পণ্য বাজার ই উ আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র আবার খুলেছে। এতে মোট ৭৫ হাজার দোকান রয়েছে, মোট ২১ লাখেও বেশি নতুন পণ্য বাজারে সরবরাহ করা হচ্ছে। 


চ্য চিয়াং প্রদেশের ই উ শহর বিশ্বব্যাপী ছোটখাট পণ্য উৎপাদন কেন্দ্র হিসেবে বিখ্যাত। ২০২৩ সালে, ই উ শহর আমাদানি ও রপ্তানির মোট পরিমাণ ৫৬৬.০৫ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সমযের চেয়ে ১৮.২ শতাংশ বেশি। বর্তমানে, বিশ্বের প্রায় ২৩৩টিরও বেশি দেশ ও অঞ্চলের সাথে ই উ’র বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। প্রতি বছরে প্রায় ৫.৬ লাখ বিদেশি ক্রেতারা ই উ’তে এসে পণ্য কিনেন। প্রায় ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১৫ হাজার জনেরও বেশি বিদেশি ক্রেতা স্থায়ীভাবে ই উ’তে অবস্থান করছেন। 

(আকাশ/হাশিম/ফেইফেই)