আফগান ইস্যুতে আন্তর্জাতিক সমাজ মতৈক্যে পৌঁছেছে
2024-02-21 11:58:45

ফেব্রুয়ারি ২১: গতকাল (সোমবার) কাতারের দোহায় আফগান ইস্যুতে জাতিসংঘের এক অধিবেশন আয়োজন করা হয়। অধিবেশনের পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস জানান যে, অংশগ্রহণকারীরা আফগান ইস্যুতে মতৈক্যে পৌঁছেছে, তবে অচলাবস্থার সমাধান হয় নি।

তিনি বলেন, আন্তর্জাতিক সমাজ একটি শান্তিপূর্ণ আফগানিস্তান দেখতে চায়, তাই এ লক্ষ্য বাস্তবায়নে ব্যাপক মতৈক্য হয়েছে। তবে আফগান ইস্যুতে অচলাবস্থা থেকে বের হতে চাইলে আরো অনেক বাধা অতিক্রম করতে হবে। বর্তমানে বৈশ্বিক প্রতিষ্ঠান ও অর্থনীতিতে যুক্ত হয় নি আফগানিস্তান। তিনি জোর দিয়ে বলেন, আফগান ইস্যুটি মোকাবিলায় যৌথভাবে রোডম্যাপ প্রণয়ন করতে হবে।

জাতিসংঘের মধ্যস্থতায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ ২০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা দোহার অধিবেশনে উপস্থিত ছিলেন, তবে আফগানিস্তানের অস্থায়ী সরকারের প্রতিনিধি অনুপস্থিত ছিল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগান ইস্যুর বিশেষ দূত ইউয়ে সিয়াও ইয়ং বলেন, আফগান ইস্যুতে চীন ও প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিক সমাজ যৌথ প্রচেষ্টা চালাবে, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়নে সহায়তা দেবে। বিদেশে আফগানিস্তানের সম্পদ মুক্ত করা এবং আফগানিস্তানের ওপর থেকে একতরফার নিষেধাজ্ঞা নির্মূলে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায় বেইজিং।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)