কম্বোডিয়া বাসাক নদীর ওপর সেতু তৈরি করছে চীন
2024-02-21 16:22:33

ফেব্রুয়ারি ২১: কম্বোডিয়া বাসাক নদীর ওপর সেতু তৈরি করছে চীনের কোম্পানি। সম্প্রতি কম্বোডিয়ান প্রধানমন্ত্রী হুন মানাত এক অনুষ্ঠানে বলেন, চীন সবসময় কম্বোডিয়ার অর্থনৈতিক বিকাশে- বিশেষ করে, কম্বোডিয়ান পরিবহন অবকাঠামো নির্মাণ খাতে জোরালো সমর্থন দিয়েছে। চীন কম্বোডিয়ায় অনেকগুলো সেতু নির্মাণ করেছে, এজন্য কম্বোডিয়ান সরকার ও জনগণ কৃতজ্ঞ। ২০২৪ সাল ‘চীন কম্বোডিয়া সাংস্কৃতিক বিনিময়ের বছর।’ কম্বোডিয়া চীনের সঙ্গে দু’পক্ষের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা প্রচার করবে, বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ বিনিময় বাড়াবে এবং পর্যটন খাতের উন্নয়ন ও পুনরুদ্ধার এগিয়ে নেবে।

কম্বোডিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ওয়েন থিয়েন বলেন, বাসাক নদীর উভয় পাশকে সংযুক্ত করার গুরুত্বপূর্ণ চ্যানেল হবে এ সেতু। পাশাপাশি, রাজধানী অর্থনৈতিক বৃত্তের সমন্বিত উন্নয়নে শক্তিশালী সমর্থন যোগাবে। চীন কম্বোডিয়ান অবকাঠামো খাতে বিনিয়োগের বাড়াবে, কম্বোডিয়ার সঙ্গে অরও বেশি সহযোগিতা করবে এবং চীন কম্বোডিয়া ‘ডায়মন্ড হেক্সাগন’ সহযোগিতা কাঠামোকে সমৃদ্ধ করবে।

বাসাক নদীর সেতু নমপেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত। এর মোট দৈর্ঘ্য ১৬৫০ মিটার। প্রকল্পটির নকশায় দ্বি-মুখী চার-লেন এবং দুটো মোটরসাইকেল লেন ও দুটো পথচারি লেন রয়েছে। প্রকল্পটিতে অর্থায়ন করেছে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অফ চায়না, শাংহাই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোং লিমিটেড সেতুটির নির্মাণকাজ করেছে। ২০২৭ সালে চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।

 (অনুপমা/তৌহিদ)