পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর যৌথ সরকার গঠনের ঘোষণা
2024-02-21 10:39:39


ফেব্রুয়ারি ২১: সম্প্রতি বেশ কয়েক দফা আলাপ আলোচনার পর পাকিস্তানের রাজনৈতিক দল-মুসলিম লিগ (শরিফ) ও পিপলস পার্টি গতকাল (মঙ্গলবার) রাজধানী ইসলামাবাদে এক যৌথ সরকার গঠনের কথা ঘোষণা করেছে।

মুসলিম লিগের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পিপলস পার্টির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভুট্টু জারদারি যৌথ সাংবাদিক সম্মেলন আয়োজন করে। শাহবাজ শরিফ বলেন, তাঁরা দুজন একমত হয়েছেন যে, পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট জারিদারকে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়ন দেবেন।

জারদারি বলেন, বর্তমানে দেশের সংকট মোকাবিলার জন্য যৌথ সরকার গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাহবাজকে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিতে সম্মত হয়েছেন তারা।

(রুবি/তৌহিদ/শিখা)