‘রেনফরেস্ট’
2024-02-21 19:46:33

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী লিউ জি চিয়া’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

লিউ জি চিয়া, ১৯৯৫ সালের ২২ মে চীনের ছুং ছিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী।

২০১৪ সালে লিউ জি চিয়া চীরের চ্য চিয়াং টেলিভিশনের নতুন কণ্ঠশিল্পীর লাইভ শো অনুষ্ঠান ‘ভয়েস অব চায়না’-তে অংশগ্রহণ করেন। সে বছর তাঁর প্রথম গান ‘নিজের জন্য গান’ প্রকাশিত হয়। ২০১৫ সালে তাঁর আরেকটি গান ‘আবার ভালোবাসি’ মুক্তি পায়।

বন্ধুরা, এখন শুনুন লিউ জি চিয়া’র কণ্ঠে ‘রেনফরেস্ট’। গানের কথায় বলা হয়, ঠাণ্ডা বাতাস চলে যায় আর স্মৃতিগুলো বরফে জমাট বেঁধে যায়। আমার সব প্রচেষ্টা প্রতিধ্বনিত হয় না। আফসোস অন্তহীন পাহাড়ের মতো। ব্যথা আসে সব দিক দিয়ে, দুঃখ হানা দেয়। আমি তাদের খুঁজে পাচ্ছি না। তুমি একাকীত্বের উপর ঘোরাফেরা করা শকুনের মতো। আমি চাই তুমি এটা পরিষ্কার করে খাও। চাঁদের আলো গাছের ছায়া নাড়িয়ে গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টের মধ্য দিয়ে ভ্রমণ করে। তোমার চলে যাওয়ার কারণ কখনো তোমার মিথ্যার ব্যাখ্যা করে না। ফাঁদের মতো, অবশেষে আমি জেগে উঠি।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন লিউ জি চিয়া-এর গান ‘ক্রিসেন্ট বে’। গানের কথাগুলো এমন: ভালোবাসা একটি ভ্রমণ কাহিনীর মতো। আমি এর গোপন কথাগুলো খুঁজব। ক্রিসেন্ট বে’র নীচে অশ্রু দেখে।  সিল্ক রোডে ভুলে গেছে। কার হৃদয়ে একা রেখে যায়? সে কি ঠিক আছে? আমি তাকে খুব ভালোবাসতে চাই। সেই চিরন্তন অশ্রু সেই বাক্যকে দৃঢ় করেছে। বাষ্পীভূত হতে পারে। কার প্রেম কান্নার চেয়ে শক্তিশালী? আলতো করে ডাকো আর আমাকে গলতে দাও।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন লিউ জি চিয়া’র গান ‘আমাদের উত্তর’। গানের কথায় বলা হয়, আমি সমুদ্রের তলদেশে গুঞ্জন শব্দ পাহারাদার তারকা হয়ে উঠতে চায়। হয়তো পৃথিবী এমনই এবং আমি এখনও রাস্তায় আছি কেউ আমাকে বলতে পারে না। হয়তো আমি আমার চোখ ভিজিয়ে অশ্রু দিয়ে নীরব থাকতে পারি। কিন্তু আমি কাপুরুষ হতে রাজি নই। এটি আমার স্বপ্ন, এটির জাদু তোমার হৃদয়কে আলোকিত করে। তোমার চোখে এটি কতদূর? মানুষের সমুদ্র পার হও। তুমি এখনও অপেক্ষায় থাকা অবস্থায় থামো না। যখনই আমি দুঃখ পাই, আমিও প্রবল বৃষ্টির সংস্পর্শে এসেছি।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাচ্ছি লিউ জি চিয়া-এর আরেকটি গান, গানের নাম ‘কঠিন অক্ষর’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিউ জি চিয়া’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)