জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষায় চীনের আহ্বান
2024-02-21 18:59:16

ফেব্রুয়ারি ২১: আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকাকে সমর্থন করতে আহ্বান জানিয়েছেন বিশ্বসংস্থাটিতে চীনের প্রতিনিধি।

গতকাল (মঙ্গলবার) জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-প্রতিনিধি তাই পিং জাতিসংঘের সনদ ও জাতিসংঘের ভূমিকাকে জোরদার বিষয়ক বিশেষ কমিশনের ২০২৪ সালের সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে বিশ্ব নতুন করে অস্থিতিশীল পর্যায়ে প্রবেশ করেছে। বিশ্বব্যাপী অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সত্যিকার অর্থে বহুপক্ষবাদ বাস্তবায়ন আরো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এ ছাড়া আরো দৃঢ়ভাবে জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থাকে রক্ষা করতে হবে বলে মনে করেন তিনি।

তাই পিং বলেন, চীন সবসময় বিশ্বের শান্তি ও যৌথ উন্নয়নের কূটনীতি মেনে চলে। চীনের উত্থাপিত বিশ্ব নিরাপত্তা উদ্যোগের মৌলিক বিষয় হল অভিন্ন, বহুমুখী, সহযোগিতা এবং টেকসই এমন নিরাপত্তা চেতনা অনুসরণ করা। সম্প্রতি, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতময় পরিস্থিতির আরও অবনতি হচ্ছে, চীন সবসময় শান্তি আলোচনার জন্য চেষ্টা করে, বাস্তব ব্যবস্থা দিয়ে বিশ্ব নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়ন করে।

প্রতিনিধি তাই পিং আরো বলেন, জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হিসেবে, চীন সবসময় সংলাপ ও আলোচনার মাধ্যমে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষ সমাধানের পক্ষপাতি। আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যার সমাধানে চীন সক্রিয় ভূমিকা পালন করতে ইচ্ছুক বলেও জানান তাই পিং।

(শুয়েই/হাশিম/আকাশ)