গং লিননা
2024-02-21 10:55:20

গং লিননা ১৯৭৫ সালের ১ আগস্টে চীনের কুইচৌ প্রদেশের কুইইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের আর্ট নুভা ডিভা। গং লিননা চায়না কনজারভেটরি অব মিউজিকের এথনিক ভোকাল মিউজিক বিভাগের স্নাতক।

১৯৮০ সালে যখন তাঁর বয়স ৫ বছর, তখন তিনি প্রথমবারের মতো মঞ্চে পরিবেশন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি বুই জাতির একটি লোকগান দিয়ে শত টিভি স্টেশন নিয়ে আয়োজিত এমটিভি প্রতিযোগিতায় রৌপ্যপদক জেতেন। ১৯৯৮ সালে তিনি একটি টিভি নাটকের জন্য ‘যত্ন’ নামের একটি গানে কণ্ঠ দেন। গানটি পরে তাঁর প্রথম অ্যালবাম ‘উড়ন্ত ময়ূর’-এ অন্তর্ভূক্ত করা হয়, যেটি প্রকাশিত হয় ১৯৯৯ সালে। একই বছর তিনি প্রেমের চলচ্চিত্র ‘কাল আমি তোমাকে ভালোবাসবো’র জন্য ‘নিজের হৃদয় জিজ্ঞাসা’ গান। এ গানটিও তাঁর ‘উড়ন্ত ময়ূর’ অ্যালবামে রাখা হয়।

 

২০০০ সালের জানুয়ারিতে তিনি একটি শিশু টিভি নাটকের জন্য দুটো গান গান। সেপ্টেম্বর মাসে তাঁর গাওয়া ‘বাঁশের কান্না’ গানটি নবম সিসিটিভি ‘তরুণ গায়ক টিভি প্রতিযোগিতায়’ পেশাদার গোষ্ঠী জাতিগত গানে রৌপ্য পুরস্কার জেতেন। তাঁর অন্য একটি গান ‘মা, তোমাকে থাকতে হবে’ একই প্রতিযোগিতার ‘১০টি গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ড’ জেতে। 

২০০৫ সালের সেপ্টেম্বর গং লিননা তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘জীবনের পথে হাঁটুন’ প্রকাশ করেন। ২০০৬ সালের ডিসেম্বর মাসে তিনি তৃতীয় অ্যালবাম ‘একটি স্থির রাতের চিন্তা’ প্রকাশ করেন। এটি জার্মান সঙ্গীতজ্ঞ রবার্ট জোলিটস তাঁর জন্য বিশেষ তৈরী অ্যালবাম। এতে মোট ১২টি আর্ট নুওয়াউ গান অন্তর্ভূক্ত করা হয়। 


২০১১ সালের ১৬ আগস্টে গং লিননা ‘মুক্ত পাখি’ নামে একটি ডিজিটাল অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটির প্রতিপাদ্য ‘ভালোবাসা’। অ্যালবামের শিরোনাম গান হলো তাঁর জন্য লেখা তাঁর স্বামীর প্রথম গান। গানটি একটি রোমান্টিক প্রেমের সূচনার সাক্ষী। পাশাপাশি গং লিননা’র চীন আর্ট নুওয়াউ গান সৃষ্টির পথ শুরু করে। 

২০১২ সালের ডিসেম্বরে গং লিননা ‘ফাহাই, তুমি প্রেম জানো না’ গানটি প্রকাশ করেন এবং ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারিতে তিনি  golden cudgel ‘সুবর্ণ চুদন’ গানটি প্রকাশ করেন। কেন আমি দু’টো গানের কথা উল্লেখ করছি? দু’টো গানই চীনের লোক প্রেমের কিংবদন্তি এবং চারটি দুর্দান্ত ক্লাসিক্যাল উপন্যাসের মধ্যে ‘পশ্চিম যাত্রা’য় বানর রাজা সম্পর্কিত। গং লিননার গানের স্টাইল সত্যই সাধারণ গান থেকে অনেক ভিন্ন। তাইনা? 

 

(প্রেমা/রহমান)