জি-২০ ভূ-রাজনৈতিক এবং নিরাপত্তা সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম নয়: চীনা মুখপাত্র
2024-02-21 19:38:56

ফেব্রুয়ারি ২১: ইউক্রেন ইস্যু জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছে রাশিয়া।

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘জি-২০ হল আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম, ভূ-রাজনৈতিক ও নিরাপত্তা সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম নয়। এটি জি-২’র ঐকমত্য। আমরা আশা করি যে এই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সকল পক্ষকে ঐক্য ও সহযোগিতা জোরদার করতে এবং বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে সাহায্য করবে।’

(জিনিয়া/হাশিম/শুয়েই)