বিদেশি শিল্প প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ
2024-02-21 17:40:09


ফেব্রুয়ারি ২১: চীনে বিদেশি শিল্প প্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধানে চীনের বাণিজ্য মন্ত্রণালয় চলতি বছরের জানুয়ারি নাগাদ ১৬ বার গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। এতে প্রায় তিন শ’র বেশি সমস্যা সমাধান হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সুত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। 

২০২৩ সালের জুলাই থেকে বাণিজ্য মন্ত্রণালয় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে গোলটেবিল বৈঠক চালু করে। এ সব বৈঠকে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সমস্যা ও পরামর্শ শোনা হয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বিতভাবে তা সমাধান করা হয়। 


পাশাপাশি, বাণিজ্যমন্ত্রণালয় ২০২৩ সালের সেপ্টেম্বরে ‘আনলাইন বিদেশি প্রতিষ্ঠান গোলটেবিল বেঠক’ চালু করে। এতে আরও বেশি বিদেশি শিল্পপ্রতিষ্ঠান, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান তাদের সমস্যার কথা জানায় এবং সমাধানের সুবিধা পায়।


২০২৪ সালে, বাণিজ্যমন্ত্রণালয় অব্যহতভাবে বিদেশি প্রতিষ্ঠানের জন্য গোলটেবিল বৈঠকের আয়োজন করবে। পরিকল্পনা অনুসারে, প্রতিমাসে একবার এ বৈঠক হবে। (আকাশ/হাশিম/ফেইফেই)