বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব বাস্তবায়নে চীন, জাতিসংঘ ও ইথিওপিয়ার তৃপক্ষীয় বিবৃতি
2024-02-20 11:35:23

ফেব্রুয়ারি ২০: গতকাল (সোমবার) চীনের রাষ্ট্রীয় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ব্যুরো, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা ও ইথিওপিয়ার শিল্প মন্ত্রণালয় অনলাইনে তৃপক্ষীয় সহযোগিতামূলক বিবৃতি স্বাক্ষর করেছে; যাতে যৌথভাবে বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব বাস্তবায়ন করা যায়।

চীনের রাষ্ট্রীয় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ব্যুরোর মুখপাত্র লি মিং বলেন, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা এবং ইথিওপিয়ার সংশ্লিষ্ট বিভাগ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় চীনের গুরুত্বপূর্ণ অংশীদার। এসব প্রতিষ্ঠানের সাথে বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব বাস্তবায়নে সমন্বয় ও আদান-প্রদান জোরদার করবে চীন, যাতে আরো বেশি পুঁজি সংগ্রহ করে আরো বেশি উন্নয়নশীল দেশের জন্য কল্যাণ বয়ে আনা যায়।

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট সহযোগিতামূলক বিবৃতির স্বাক্ষর বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার বিবৃতিতে কৃষি, পশুপালন, কৃষিজাত পণ্যের প্রক্রিয়াকরণসহ বিভিন্ন খাতের সহযোগিতায় ‘পরীক্ষামূলক কেন্দ্র’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সব আফ্রিকান দেশের কাছে নীতিমালা ও উন্নয়ন পরিকল্পনার পরামর্শ দেওয়া যায় এবং ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে প্রযুক্তিগত সহযোগিতা ও দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণ করা যায়।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)