স্পেনের রাজার সঙ্গে সাক্ষাত করেছেন ওয়াং ই
2024-02-20 10:55:22

ফেব্রুয়ারি ২০: স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে গতকাল (সোমবার) মাদ্রিদ সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাক্ষাত করেছেন।

  রাজা ফিলিপ ওয়াং ই’কে প্রেসিডেন্ট সি চিন পিংকে তাঁর আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, ৫০ বছর আগে তার বাবা সে সময় চীনের শীর্ষনেতার সঙ্গে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। গত ৫০ বছরে, দু’দেশের সম্পর্কের দ্রুত  উন্নয়ন হয়েছে এবং বাস্তব সহযোগিতাও সুষ্ঠুভাবে বেগবান হয়েছে। স্পেন চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায়। বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষ দেখা দিচ্ছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠন করা এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগসহ নানা প্রস্তাব বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও আশা বয়ে এনেছে। চীন বড় দেশ হিসেবে আরও গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

তিনি বলেন, গত বছর দু’দেশের শীর্ষনেতা চীন-স্পেন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে শুভেচ্ছাবার্তা বিনিময় করেন; যা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য কৌশলগত নির্দেশনা দিয়েছে। চীন স্পেনকে দেশের ঐক্য ও সংহতি রক্ষার চেষ্টায় সমর্থন করেন।

ওয়াং ই আরও বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে গুণগত মানসম্পন্ন উন্নয়নের মাধ্যমে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বেগবান করছে। ১৪০ কোটি মানুষের চীনা আধুনিকায়ন শুধু মানবসভ্যতা নয়, বরং বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ বয়ে আনবে।

(রুবি/তৌহিদ/শিখা)