চীনা কোম্পানিগুলোর জন্য ন্যায্য পরিবেশ তৈরি করতে ইইউ’র প্রতি চীনের আহ্বান
2024-02-20 20:10:46

ফেব্রুয়ারি ২০: ইউরোপীয় কমিশন ১৬ ফেব্রুয়ারি ঘোষণা করেছে যে, এটি সিআরআরসি’র একটি সহায়ক সংস্থার বিরুদ্ধে একটি ভর্তুকি বিরোধী তদন্ত শুরু করবে।

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন এই বিষয়ে উদ্বিগ্ন। চীন আশা করে ইউরোপীয় পক্ষ সর্তকতার সাথে বিদেশী ভর্তুকি প্রবিধানগুলো ব্যবহার করবে এবং সংলাপ ও পরামর্শের মাধ্যমে এটি সমাধান করবে। চীনা কোম্পানিগুলোর জন্য একটি ন্যায্য, এবং বৈষম্যহীন ব্যবসার পরিবেশ প্রদান করবে।

(জিনিয়া/হাশিম/শুয়েই)