চীন-স্পেন সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় চীন: ওয়াং ই
2024-02-20 20:18:48


ফেব্রুয়ারি ২০: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ১৮ ফেব্রুয়ারি স্পেনে জানান, চীন-স্পেনের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করতে ইচ্ছুক চীন।

 

স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আয়োজিত যৌথসংবাদ সম্মেলনে ওয়াং ই জানান, চীন মনে করে, ইইউর মধ্যে স্পেন হচ্ছে তার ভাল অংশীদার।

স্পেনের সাথে একযোগে দু’দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবন এবং চীন-ইউরোপ সম্পর্কে নতুন প্রাণশক্তি যোগাতে ই্চ্ছুক চীন। দু’পক্ষের ব্যাপক মতৈক্য পৌঁছানোর বিষয়ও ওয়াং ই তুলে ধরেছেন। 


ওয়াং ই বলেন, আমরা একমত হয়েছি যে, কৌশলগত পারস্পরিক আস্থা হচ্ছে দু’দেশের সম্পর্ক উন্নয়নের মজবুত ভিত্তি; উন্মুক্ত সহযোগিতা হচ্ছে দু’দেশের সম্পর্ক উন্নয়নের প্রাণশক্তি; সাংস্কৃতিক বিনিময় হচ্ছে দু’দেশের সম্পর্কের মূল্যবান সম্পদ এবং দু’দেশের স্থিতিশীল সম্পর্ক দু’পক্ষের অভিন্ন স্বার্থের সাথে সংগতিপূর্ণ।


তিনি বলেন, দুপক্ষ উপলব্ধি করেছে যে, আন্তর্জাতিক সমাজ মানবজাতির লক্ষ্য ও ভাগ্য নিয়ে আরও বেশি চিন্তিত, শান্তি, স্থিতিশিলতা ও উন্নয়নের প্রতি আরও বেশি প্রত্যাশা করছে।


ওয়াং ই জানান, আগামী বছর হচ্ছে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীরিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী। স্পেনের সাথে একযোগে ‘এক অপরকে সম্মান, সমান ও পারস্পরিক ক্যলাণকর’ চেতনা ধারণ করে দু’দেশের সম্পর্ক নতুন ধাপে উন্নীত করতে চায় চীন।

(আকাশ/হাশিম/ফেইফেই)