ইউক্রেনের সংকটে চীন সবসময় ন্যায্য অবস্থান বজায় রেখেছে: মুখপাত্র
2024-02-20 19:55:11

ফেব্রুয়ারি ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন,ইউক্রেন সংকট ইস্যুতে, চীন সর্বদা একটি লক্ষ্যাভিসারি ওন্যায্য অবস্থানে রয়েছে এবং শান্তি ও আলোচনা এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

মাও নিং উল্লেখ করেছেন যে, চীনের বিশ্বের অন্যান্য দেশের সাথে স্বাভাবিক সহযোগিতা করার অধিকার রয়েছে। বেইজিং সবসময় একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। চীন দৃঢ়ভাবে চীনা কোম্পানির বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন মাও নিং।

(জিনিয়া/হাশিম/শুয়েই)