‘যুক্তরাষ্ট্রের উচিত বিশ্বে সাইবার চুরি ও হামলা বন্ধ করা’
2024-02-20 18:02:01

ফেব্রুয়ারি ২০: যুক্তরাষ্ট্রের বিশ্বে সাইবার চুরি ও হামলা বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

গতকাল (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে চীনের অবস্থান তুলে ধরেন তিনি।

 

মাও নিং বলেন, চীন দৃঢ়ভাবে যে কোনো ধরনের সাইবার হামলার বিরোধিতা করে এবং আইন অনুযায়ী এর দমন করে। যুক্তরাষ্ট্র বৈধ প্রমাণ ছাড়াই চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছে। এটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ।

 

মুখপাত্র বলেন, চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। প্রকৃতপক্ষে, যুক্তরাষ্ট্রের সাইবার ফোর্স কমান্ড অন্য দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে সাইবার হামলার লক্ষ্য হিসেবে তালিকাভুক্ত করে। গত বছর থেকে, চীনের সাইবার নিরাপত্তা সংস্থাগুলো ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করেছে, যা চীনের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর মার্কিন সরকারের দীর্ঘমেয়াদী সাইবার হামলার কথা প্রকাশ করেছে।

এ ধরনের দায়িত্বজ্ঞানহীন নীতি ও অনুশীলন বিশ্বের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে বড় ঝুঁকির মধ্যে ফেলেছে উল্লেখ করে মাও নিং বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সাইবার চুরি ও বিশ্বব্যাপী সাইবার হামলা বন্ধ করার পাশাপাশি অন্যান্য দেশকে অসম্মানিত করার জন্য সাইবার নিরাপত্তা ইস্যুর ব্যবহার বন্ধ করা।

 

(শিখা/হাশিম/আকাশ)