স্পেনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন চায় চীন: ওয়াং ই
2024-02-20 18:01:21

ফেব্রুয়ারি ২০: চীন, স্পেনের সঙ্গে পারস্পরিক আস্থা, সম্মান এবং সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন করতে চায় বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে গতকাল (সোমবার) মাদ্রিদে সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।

ওয়াং ই বলেন, সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক এবং বিশ্বের প্রভাবশালী দেশ হিসেবে, চীন ও স্পেনের উচিত বিশ্বকে আরো বেশি স্থিতিশীল করতে শক্তি যোগানো।

চীন, স্পেনের সঙ্গে উচ্চ পর্যায়ে বিনিময় বজায় রাখতে, কৌশলগত সংযোগ জোরদার করতে, পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা সম্প্রসারণ করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক।

 

সানচেজ বলেন, স্পেন-চীন উচ্চ পর্যায়ে বিনিময়ে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে। স্পেন দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। স্পেন দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে। আন্তর্জাতিক বিষয়ে চীনের গঠনমূলক ভূমিকা এবং বিশ্বের প্রবৃদ্ধিতে চীনের অবদানের প্রশংসা করে তাঁর দেশ।

 

জবাবে ওয়াং ই বলেন, চীন ইউরোপীয় দেশের সাথে অবাধ বাণিজ্য ব্যবস্থা রক্ষা করতে, বহুপক্ষবাদ বাস্তবায়ণ করতে, মানবজাতির আরো সুন্দর ভবিষ্যত্ উন্মোচন করতে ইচ্ছুক।

(শুয়েই/হাশিম/আকাশ)