জার্মান অর্থনীতি কৌশলগত মন্দার ঝুঁকিতে পড়বে: জার্মান কেন্দ্রীয় ব্যাংক
2024-02-20 11:30:22

ফেব্রুয়ারি ২০: গতকাল (সোমবার) জার্মান ডয়েচে বুন্দেস ব্যাংকের মাসিক প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম কোয়ার্টারে জার্মান অর্থনীতি কিছুটা নিম্নমুখী হবে, যাতে দেশের অর্থনীতি সাময়িকভাবে কৌশলগত মন্দার ঝুঁকিতে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের চতুর্থ কোয়ার্টারে জার্মান অর্থনীতি ০.৩ শতাংশ হ্রাস পাওয়ার পর চলতি বছরের প্রথম কোয়ার্টারে আবারও কিছুটা হ্রাস পাবে। টানা দুই কোয়ার্টার জিডিপি কম হওয়া কৌশলগত মন্দাবস্থার প্রতিফলন।

 

প্রতিবেদনে আরো বলা হয়, বিদেশে চাহিদার দুর্বলতা, ক্রয় ও ভোক্তার মন্দা এবং অভ্যন্তরীণ পুঁজি বিনিয়োগ কমিয়ে দেওয়াসহ বিভিন্ন বিষয় জার্মান অর্থনীতিতে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তবে শ্রম বাজারের শক্তিশালী উন্নয়ন এবং মুদ্রাস্ফীতির প্রশমন দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)