নিজের স্বার্থ রক্ষা করার সময় অন্যের স্বার্থকেও বিবেচনায় নেয়া উচিত: চীনা মুখপাত্র
2024-02-20 19:19:21

ফেব্রুয়ারি ২০: চীনের উত্পাদিত বিদ্যুত্-চালিত গাড়ির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইইউর নিষেধাজ্ঞার ব্যাপার নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন।

 

আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে মাও নিং বলেন, গত বছর চীনের গাড়ি রপ্তানি হয়েছে ৪৯.১ লাখ, যা বিশ্বে শীর্ষে রয়েছে। এটি চীনের উত্পাদন শিল্পের উচ্চ মানের উন্নয়ন এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের প্রাণশক্তির বহিঃপ্রকাশ।

 

চীনের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশগুলোর গৃহীত বাণিজ্য সংরক্ষাবাদী পদক্ষেপের বিষয়ে, মাও নিং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’কে উদ্ধৃত করে বলেন, গোষ্ঠীস্বার্থ ও নিরাপত্তার অজুহাতে স্বাভাবিক বাণিজ্য বিনিময়কে বিঘ্নিত করা আর ‘ছোট উঠোন এবং উঁচু দেয়াল’ তৈরি করা ঠিক নয়। ‘ঝুঁকি অপসারণে’র নামে অন্যকে আটকানোর চেষ্টা সঠিক নয়। এতে দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং বিশ্বের অগ্রগতি বিঘ্নিত হয়।  

মাও নিং বলেন, চীন সবসময় বিশ্বাস করে যে, বিভাজনের পরিবর্তে সকল পক্ষের ঐক্যবদ্ধ হওয়া উচিত, বৈরিতার পরিবর্তে সহযোগিতা করা উচিত এবং দুয়ার বন্ধ করার পরিবর্তে উন্মুক্ত করা উচিত। নিজেদের স্বার্থ রক্ষা করার সময় অন্যের স্বার্থকে বিবেচনায় নেওয়া উচিত, নিজেদের উন্নয়নের সময় সাধারণ উন্নয়নের প্রচার করা উচিত, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার জন্য একটি আন্তর্জাতিক, বাজার-ভিত্তিক, এবং আইনি পরিবেশ নিশ্চিত করা উচিত বলেও মন্তব্য করেন মাও নিং।

(শুয়েই/হাশিম/আকাশ)