সিনচিয়াংয়ের বিনিয়োগ ও বিকাশের সুযোগ কাজে লাগনোর আহ্বান চীনের
2024-02-20 18:30:57

ফেব্রুয়ারি ২০: উত্তর-পশ্চিম চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে বিনিয়োগ ও বিকাশের সুযোগ কাজে লাগাতে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

গতকাল (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে মাও নিং বলেন, কিছু দেশ সিনচিয়াং সম্পর্কে মিথ্যাচার করেছে এবং ব্যাপক গুজব ছড়িয়েছে। তথাকথিত ‘জোরপূর্বক শ্রম’ এর মধ্যে একটি। আর সিনচিয়াং-সম্পর্কিত মিথ্যাচারের উদ্দেশ্য হল চীনের উন্নয়ন ও পুনরুজ্জীবন রোধ করা।

মুখপাত্র আরও বলেন, সিনচিয়াং বর্তমানে সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন, জাতিগত ঐক্য এবং ধর্মীয় সম্প্রীতি উপভোগ করছে এবং সেখানকার সমস্ত জাতিগোষ্ঠীর মানুষের অধিকার ও স্বার্থ কার্যকরভাবে সুরক্ষিত রয়েছে। চীন আশা করে যে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলো সত্যকে বুঝতে পারবে, সঠিক ও ভুলের পার্থক্য করতে পারবে এবং সিনচিয়াংয়ে বিনিয়োগ ও বিকাশের সুযোগগুলোকে কাজে লাগাতে পারবে।

(জিনিয়া/হাশিম/শুয়েই)